বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস বুধবার ( ৮ এপ্রিল) পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 
 
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮২ হাজার ৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৫০ জন।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৪১২ জন। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। আর স্পেনে ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন জার্মানির আক্রান্তের সংখ্যাও। 

বিশ্বজুড়ে ৩ লাখ ২ হাজার ১৫০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩৯ জন। ইতালিতে ২৪ হাজার ৩৯২ ও স্পেনে ৪৩ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে