প্রণয়

…………….রোজী খান

ইদানিং ,কেন এমন হচ্ছে ?
তোমাকে ভুলতে চাইলে আরো বেশি মনে পড়ে যায়,
মায়া পরে চোখের ছায়ায় ।
ভুলতে পারলে ভালো থাকা যায় ,জানি,
তবুও কেন মনে হয় কিছু ব্যথা রয়ে যাক,
কেউ কেউ থেকে যাক দুরারোগ্য অসুখে!
নির্ঘুম রাত জানে তোমাকে না দেখার দীর্ঘ প্রতীক্ষায় কতটুকু বেদনা জমে চোখের পাতায়।
অমার্জিত আচরণ ,
প্রবঞ্চনা আর দুটানা প্রণয়ের প্রত্যহ অঙ্গীকারে ,
ভালোলাগা গুলো কখনো কখনো অনুভবহীন হয়ে পরে, যখন ফিরে যেতে চাই আমার স্যাঁতস্যাঁতে গৃহে ,
তুমি তখন মায়ার বাঁধনে জড়িয়ে ফেলো ।
মায়া কেটে পারিনা যেতে ছিন্ন করতে পারিনা বাঁধন বলতে পারো ,
কি হচ্ছে আমার সাথে ?
আমি চাইনা এই উপেক্ষা চাইনা কোনো সাম্রাজ্য চাইনা প্রাগৈতিহাসিক প্রেম-ভালোবাসা,
শুধু ফিরিয়ে দাও আমার আমিকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে