প্রজ্বলিত শিখা

…………….রোজী খান

যে বিহঙ্গের ডাকে আমার ঘুম ভেঙেছিল
আজ বন্ধ করে দিল পাখি সেই সুর ,
এখন আমি ভায়োলিনের করুণ
সুরের মাঝেই ডুবে থাকি ।
সমুদ্র আমার নয়নের জল ফিরিয়ে দিয়েছে
আমার আছে সাহারা মরুভূমি ,
একদিন যে প্রবর্তন যুক্ত হয়েছিল
আমার ধারায় এখন তা ক্ষয়িত এক নদী ,
নুয়ে পড়ার আশায় প্রহর গুনছি হৃদয়স্তে
কিছু পরেই নিভে যাবে জীবন প্রদীপ ।
আমি বসে আছি প্রজ্বলিত শিখার
শেষ টুকু দেখার জন্য ,
একদিন যার তুচ্ছ সংগীত ঘরের বাহির করেছিল ,
আমি আমার সেরা সঙ্গীত দিয়েও
দুয়ার থেকে ব্যর্থ হয়ে ফিরে এলাম ।
ভেবেছিলাম ভালোবাসা দিয়ে মৃত্যুকে
আবরণে ঢেকে দেবো , না ,তা পারিনি ।
আমি অনুরাগের চোখ ভিজিয়েছি ঘৃণায় ,
তার অবয়বে ছড়িয়ে পড়েছে বিদ্বেষের কালো ছায়া ,
আমি চাই না আর কোনো অনুরাগ
চাইনা দেখতে বিদ্বেষের কোনো কালো ছায়া ,
তবু অবসান হোক এই খেলার….।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে