সব আছে কিছু নেই

………………….মোরাই রাশেদ

সেই থেকে আমি তারে দেখে দেখে
বাতাসের চোখ ঢাকা ছিলো মেঘে কিযে মেখেমেখে
আকাশ থেকেই পেয়েছি ভরসা যেই থেকে থেকে
জানাতে চেয়েছি উড়ানো মেঘের তার কানে কানে
হিরের মতই নেমে আসে হিরা জুটি টানে টানে
ধুসর জমিন কিকে দেখে দেখে
মরাশড়া মন ফিরে পায় মান সেই থেকে থেকে
যদি পাই তারে ভালবাসি যারে বুকে রেখে রেখে ।

বাতাসের ছিল মেঘের কাছেই যত তান গান
আকাশ চাওয়া নীরব মনের গাঁথা দান মান
পদ্দ পাতায় প্রতিক্ষার উষাকালে কালে
তাইতো তালাশ করতে চাইনা মহাকালে কালে
হাড়িয়েছি সব মান অভিমান
মরনের আগে গেয়ে যাই আমি সেজে তান গান
শুনাতে তোমায় মন যদি গায় আগুয়ান গান ।

রাতদিন সাঁঝে যে সুর বাজে সেতারায় গায়
মেঘের সিমানা সডিয়াম আলো যে পায় ছায়ায়
কে তুমি নামলে কমভাসু হয়েআমারই পথে
জানিয়েই দিলে জীবনের মানে জীবনের রথে
মন যে সদায় কেঁদে কেঁদে যায়
অশ্রু স্নাতে ভূলিনি কিছুতে আছ যে হেথায়
থমকানো মনে তাড়নার সনে আমাকে কাঁদায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে