ঈদের পরে ছুটি নেই

………….মাহফুজার রহমান মণ্ডল

মা বলেছে এবার ঈদে
তোমার আসা চাই চাই,
বাবাও বলেছে একই কথা
হ্যাঁ, আসা চাই চাই!
কি করে বুঝাবো তাঁদের
বাড়ি যাওয়ার উপায় নেই,
এমনিতে করোনার প্রভাব
রোজিরোজগার ব্যবস্থাও নেই।
ঈদের আগে সবকিছুই এবার
স্বাভাবিক করে দেয়,
সেই সুযোগে বাবা-মায় আমায়
ডাকে বাবারে আয়।
কি করে বুঝাই তাঁদের
যাওয়া যাবে না বাড়ি,
মরণ করোনা ফাঁদ পেতেছে
করা যাবে না নড়ানড়ি।
যেতে-আসতে কি যে যন্ত্রণা
গাড়ির টিকেট নেই,
যে যেভাবে পাচ্ছে যাচ্ছে বাড়ি
স্বাস্থ্যবিধিরও বালাই নেই।
কষ্ট করে যদিও বাড়ি যাই
থাকব বা কয় দিন?
ঈদের পরে যে লকডাউন দিছে
তা থাকবে চৌদ্দ দিন।
তাইতো এবার মাপ করে দাও
যাওয়া যাবে না বাড়ি,
বেঁচে থাকলে সবাই মিলে
করবো ভালোবাসার কারবারি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে