স্বপ্নের পদ্মাসেতু

…………………বাদল মেহেদী

শেষ একচল্লিশতম স্প্যানটি বসানো হয়ে গেল
প্রমত্ত পদ্মার বুকে স্বপ্নের পদ্মাসেতু এবার দৃশ্যমান পুরোপুরি
স্বপ্ন বাস্তবায়নের চ্যালেঞ্জ একাত্তরের মুক্তিযুদ্ধের পর
দ্বিতীয়বার দেখালো বাঙালি জাতি।

বিশ্বব্যাংক নানান অজুহাতে প্রকল্প ছেড়ে চলে যায়
তাহলে কী আমাদের স্বপ্নের পদ্মাসেতু
কোনদিন দৃশ্যমান হবে না?
এমন একটি মহাপ্রকল্প বাস্তবায়ন করার
সাধ্য কী একাকী বাংলাদেশের নেই?

নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিশ্বব্যাংককে
পদ্মাসেতু বাস্তবায়ন হবে
এবং নিজস্ব অর্থায়নেই হবে।

১০ জানুয়ারি উনিশ’শ বাহাত্তর
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন,
যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে তিনি আবার গড়ে তুলবেন
তার সোনার বাংলাকে।
ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনার কণ্ঠে ভেসে ওঠে,
আমরা নিজস্ব অর্থায়নেই গড়ে তুলবো স্বপ্নের পদ্মাসেতু।

আজ সেই পদ্মাসেতু পুরোপুরি দৃশ্যমান
আবার প্রমাণিত হলো —
বাঙালিরা যে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করতে জানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে