চোখে দেখা স্বর্গ

………………প্রকাশ চন্দ্র রায়

স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ,
স্বপ্ন-সুখের লীলাভূমি-
পবিত্র তীর্থস্থান।
জন্মাবধি শ্বাসে-প্রশ্বাসে
জপে চলেছি (গুরুমন্ত্রের মত)
প্রিয় দুটি ইষ্টনাম
জননী ও জন্মভূমি-
বোধের বোঁটায় ফোঁটা
প্রিয়তর দুটি ফুল;
যে ফুলের পরাগ পরাণে মেখে
সুখে-দুঃখে,
বয়ে যাচ্ছে এ জীবন-
স্বচ্ছধারা স্রোতস্বিনীর মত।
বাল্য কৈশোর যৌবন পেরিয়ে,
বোধিবৃক্ষতলে
দাঁড়িয়ে নিশ্চিত জেনেছি আজ-
মায়ের মত কেউ নয়
অমূল্য আপন,
স্বদেশের মত আর নেই কোন
সুদৃশ্য স্বর্গ।
মা মাটি মানুষের মায়ায়
মুগ্ধ এ মন-
পদ্মা-মেঘনা-যমুনার জলে
শুদ্ধ-পরিশুদ্ধ।
ত্রিশ লক্ষ দধীচির রক্তের রঙে
আঁকা মনোরম মানচিত্র-
সবসময় ভেসে বেড়ায়
মনের পর্দায়-
চলমান চলচ্চিত্রের মত।
গাঢ় সবুজের বুকে রক্তলাল
সূর্য নিয়ে,
স্বদেশের পতাকা যখন
বাতাসে নাচে-
মনের মুকুরে ফুঁটে উঠে
ঊনিশ’শ একাত্তর,
সাতই মার্চ, ছাব্বিশে মার্চ
_ আর আর_
কানে বাজে বার বার-
আশ্চর্য সুন্দর তেজোদীপ্ত
একটি কন্ঠস্বর।
সুখের সূতিকাগার
স্বদেশ আমার,
চো্খে দেখা স্বর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে