সুখ দেখেছিলাম

……………….প্রকাশ চন্দ্র রায়

আমি সুখ দেখেছিলাম তোমার বুকে,

আঁচল ফুঁড়ে বেরিয়ে আসতে চেয়েছিল যখন দুষ্ট কোমল দু’মুঠো সুখ।

মুখশ্রীর মিষ্টি আলোতে সুখ দেখেছিলাম আমি,

ভর পূর্ণিমা’র সুন্দরী চাঁদ লজ্জা পেয়েছিল বলে,

মুখ লুকিয়েছিল মেঘের আড়ালে।

কালো কেশের ঘন অরণ্যে অন্যতম সুখ দেখেছিলাম আমি,

রাশি রাশি রেশমী সুখেরা উড়ছিল তখন বসন্ত বাতাসে।

রাঙা গোলাপ ওষ্ঠাধরে অধরা সুখ দেখেছিলাম,

দেখেছিলাম উচ্ছ্বল হাসিতে অপরিমিত সুখ।

স্নানান্তে নিরাবরণ দেহে অজন্তা ইলোরা’র নগ্নচিত্র সেজেছিলে যেদিন,

শতভাগ সুখ দেখেছিলাম সেদিন সিক্ত দেহের প্রতিটি প্রত্যঙ্গের উন্মুক্ত ভাঁজে ভাঁজে।

সুখের প্রলোভনে পড়ে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি

রিপু’রা মুখোশ খুলে বিদ্রোহ করেছিল জোট বেঁধে;

তোমাকে ছুঁইতে আগ্রাসী হয়েছিল এ দেহমন।

ছুঁইতে দিলে না তোমাকে তুমি,

চলে গেলে আমাকে ছেড়ে আরেক পৃথিবীতে হায়!

অন্তহীন অনুরাগে দাও নি সাড়া,

দ্ব্যর্থহীন কন্ঠে এ কবিমন এখনও তোমারই গান গায় কবিতায় কবিতায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে