কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জেলার কৃতি সন্তান বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তমের জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যানিকেতন মাঠে সম্মাননা প্রদান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোকছেদুল হাসান মন্ডল, নেকিরহাট আলীম মাদ্রাসার সহ-সুপার আব্দুল মান্নান, মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাদুল করিম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কাওছার হামিদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শামীম আজাদ রিপন, মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মোতাহার হোসেন, আরিফুজ্জামান আরিফ, স্বাধীন মিয়া, শিরিনা আক্তার মীম, মৌসুমি আক্তার, মৌমিতা মহন্ত।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত এরমাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়,বিশ্ব সেরা কবি জাহাঙ্গীর আলম রুস্তমের সম্মাননা স্বরকটি তার অনপস্থিতিতে চাচা মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সুধীজন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির লোক উপস্থিত ছিলেন,অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আজাদুল করিম আজাদ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে