বিলাই কিছু

…………………..জুয়েল ইসলাম

সবাই যখন আরামে আছে লক ডাউনের এই স্বস্তিতে,

রাখছে কি কেউ খবর গরিবের এই বস্তিতে!

কেমন আছে গরিব মানুষ লক ডাউনের এই অবস্থাতে।

কেমন আছে রিকশা চালক, ভিক্ষে করা মানুষ জন।

খেটে খাওয়া দিন-মজুর কি করছে তারা?

অভাব যাদের নিত্য ধন কেমন আছেন তারা।

যারা দু’মুঠো ভাত একবেলাতে আর এক বেলায় উপোস রয়।

কোলের শিশুর কান্না-কাটি আর কতটা সহ্য হয়।

তাই তো তারা লক ডাউনে বাইরে যেতে বাধ্য হয়।

মোদের কি নেই কোন দায়! লক ডাউনের এই সময়।

আসুন আমরা বিলাই কিছু যতটা মোদের সাধ্য হয়।

সাধ্য মত চেষ্টা করি সবার পাশে দাঁড়াতে,

মানুষ মোরা এই তো মোদের বড় পরিচয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে