দুর্বহ আধার

……………জাফর পাঠান

শতে শতে, হাজারে-হাজারে, লাখে লাখ
ধর্ষিতার গুমট নিনাদ- আর্তনাদ,
জাগায় মনে আমার বাদ-প্রতিবাদ।
জমাট ব্যথার মেঘনাদ।

নব নব মারণাস্ত্রের- তপ্ত আঘাত
মাংস পিন্ড, মগজের খন্ড, ছিন্ন দেহ,
দেখেছ কি আত্মার মন দিয়ে তা কেহ।
বড্ড ভীষণতর দুর্বহ।

ওরা পারে, হ্যা ঐ জানোয়ারেরাই পারে
ফসফরাসের- অগ্নি আঘাত হানতে,
মানবতার হাড়- ধরে ধরে ভাঙতে।
কোনো কিছুই নয় অজান্তে।

কোথায় বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান
লন্ড-ভন্ড সংসার, যুদ্ধের দামামা,
লুটে-পুটে খাওয়ার আজব হাঙ্গামা।
সবারই চাই- ঐ আমামা।

ওরা ভাঙ্গে তটিনী, তট, ঘর-দুয়ার
যেন গণিমতের মাল এরা- সবার,
ট্রিগারে হাত সর্বদা, সদা দুর্নিবার।
ধরা ব্যাপী, দুর্বহ আধার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে