কচা আমার সুখ দুঃখের নদী

————খায়ের মাতুব্বর

কচা আমার সুখ দুঃখের নদী,
ভাঙ্গন পাড়ের মানুষ আমি,
কচা আমার জমিন খাইছে
বাড়ি খাইছে,
খায় নাই শুধু স্মৃতি।
দাদা দাদির কবর ছিল,
কচা নদী নিছে বুকে টানি,
কচা, তোর কারনে টানছি
দুঃখের ঘানি, তারপরও তোরে
আমি অনেক আপন মানি।
ধপাস ধপাস ভেঙ্গে পাড়,
দেহ করছিস কূল অপার
নিয়েছিস সব নে,
দুঃখ দিবি দে, দুঃখ নিয়েও
আশায় আছি চর দিবি
তুই ভর করবো ফের চরে,
ফলিয়ে ফসল উঠব আবার
নতুন একটা ঘরে।
ভাঙবি আবার আপত্তি নাই,
তোর স্বভাব তো শুধু খাই খাই,
আমায় অনেক দুঃখ দিছিস,
তোর তো কোনো দুঃখ নাই।
দুঃখের উপর দুঃখ দিবি,
যা দিছিস আবার নিবি,
তাই বলে ছাড়ব না তোর কূল,
কচা তোরে অনেক ভালোবাসি
তুই যে আমার সুখ দুঃখের ফুল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে