আজও বাংলার শেকড় কাটে

……………………….আশফাকুর তাসবীর

আবারো বাংলার মাটিতে
লুকিয়ে আছে মীরজাফরের দল
আজও বাংলার মাটিতে
জানান দেয় খন্দকার মোস্তাকের দল
আজও বাংলার মাটি কাটে, আকাশ কাটে, বাতাস কাটে
পাখির গান কাটে, ফুলের গাছ কাটে, বাংলার শেকড় কাটে ঘুণপোকার দল।
বাংলার শেকড় কাটে; শব্দ শোনা যায়
দেখা যায় না, ধরা যায় না,
আজও বাংলার শেকড় কাটে ঘুণপোকার দল
আজও বাঙালির শেকড় কাটে নেঙটি ইঁদুরের দল।
আজও জীবন্ত মানুষের মাংস ছিঁড়ে খায় সেই পুরনো শকুনের দল
আজও দলবেঁধে মানুষকে কামড়ায় সেই বিষাক্ত বিচ্ছুর দল
আজও মানুষের রক্ত শুষে নেয় সেই কালো জোঁকের দল
আজও জীবন্ত মানুষকে খুবলে খুবলে খায় সেই হায়েনার দল।
শেকড় কাটার শব্দ শোনা যায়
তাজা রক্তের গন্ধ বাতাসে ভেসে ওঠে
মানুষের মৃত্যু যন্ত্রণার আর্তনাদ শোনা যায়
মা-বোনের সম্ভ্রম হারানোর বোবা-কান্না গোঙানির শব্দ শোনা যায়
আজও বাংলাদেশে বিশ্বাসঘাতকদের আনাগোনার শব্দ শোনা যায়।
প্রিয় বাংলাদেশ! প্রিয় বাংলা মা!
তুমি জেগে ওঠো-
তোমার মতো শক্তিমন্ত আর কে আছে?
তুমি দুর্দম! তুমি ভূমিকম্প! তুমি সুনামি
আঘাত করো – নির্মূল করো ঘুণপোকা
দাবানল হয়ে পুড়িয়ে মারো হায়েনা আর বিচ্ছুর দল
অগ্নিবৃষ্টি হয়ে ঝরে পড়ো -ঝলসে দাও- বজ্র হয়ে ভস্ম করো শকুনের দল
প্রচন্ড সাহসে ক্ষিপ্র আক্রোশে তীব্র শক্তিতে দমন করো বিশ্বাসঘাতকের দল
পবিত্র করো লাখো শহীদের রক্তে ভেজা বাংলার পুণ্য মাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে