হৃদয় ভাঙা ডাক

…………………আবুল কালাম আজাদ

কল্পকথার গল্প লেখার নেইতো সময় হাতে,

গান-কবিতা যত ছেঁড়া কাঁথার মতো !

গুলির শব্দ, লাশের মিছিল ধ্বংসসুরে মাতে !

অসুররা সব শোর তুলেছে, হৃদয় ভাঙা শোর,

সত্য সাধক যত আজকে পদানত,

মানবতা হায় কান্নারত, শান্তি যায় সুদূর !

অট্টালিকার অনেক পরতে মর্ম গাথা শত রক্ত দিয়ে লেখা,

অস্থি মজ্জা মাখা, সভ্যতার মস্তকে আঘাত হানছে অবিরত !

লাশের ফাঁকে প্রাণের মশাল জ্বলছে ধিকিধিকি,

প্রাণের আহাজারি ছিঁড়ছে যেন নাড়ি,

তিন ভাগকে হত্যা করে বাঁচতে চায় আজ সিকি !

আজরাইলের হাতগুলোতে নেইকো কোনো বিরাম,

অকালেই অনেক প্রাণ ঝরছে অবিরাম,

জীবনছন্দে পতন ঘটায় পাগলা হাতের লাগাম !

ছন্দহারা ছন্নছাড়া ভুল ছন্দে বিভোর ।

সত্য পরাজিত সভ্য হয় নিন্দিত দূর হয়ে আঁধার এখন রাত্রি হয় না ভোর !

ধার্মিক যেন ধরনা ধরে দেখছে আস্ফালন,

ধর্ম ঘোমটা পড়া, পাংশু বসুন্ধরা ।

মহাবীর্য সূর্য্য ঘিরছে পাণ্ডুর আবরণ !

মুক্ত বুদ্ধির মুখ খুলতে পদে পদেই বাধা,

শ্বেত হয় শ্যাম কেশ, নিঃশ্বাসও হয় শেষ,

দিন পরে যায় রাত্রিঘোরে আঁধার সুতায় বাঁধা !

নগ্নতাতে ভগ্ন হৃদয় রুগ্ন সাহস হারা,

নগ্ন বিবেক যত তেল মাখানো রত,

পাষাণ পাথর কান্নারত,

বিষন্ন অপ্সরা । ভয়ঙ্করের ভয় দেখেই সব জীর্ণ-শীর্ণ ধরা,

স্বপ্ন আশা বুকে মরছে ধুঁকে ধুঁকে,

শুভঙ্করের সোনার হরিণ দিচ্ছে না তাই ধরা ।

ভোর ললাটে তাইতো ফোটে সাঁঝ আঁধারের হাসি,

যক্ষ লোটে ধন রক্ষ বাঁধে মন,

জঘন্য সব জনঙ্গমেই সব নিতে চায় গ্রাসি !

কলম কালি কোরা কাগজ পরছে দুর্বিপাকে,

মনকে বাঁধতে চায় ক্ষমতার সুতায়,

নীতির কথায় কোতোয়ালরা কালখাঁড়া ঢাল ঝাঁকে ।

রুদ্ধ মনে বদ্ধ কলম গোমরে হাহাকার,

বন্ধ কারার দ্বার খোলার দায় যে কার,

শুদ্ধ বিবেক স্তব্ধ হয়েই করছে সময় পার !

কুল হীন সব কুলাঙ্গাররা করছে মাতামাতি,

দুষ্ট লুটে খায় আর শিষ্টরা ঘুমায় আসহাবে কাহাফের ঘুমে বিভোর যেন জাতি !

পথ হারানো পথিক কাঁদে পথের বাঁকে বাঁকে,

পথের ধুলো যত আজকে কান্নারত,

হনুমানসব হোলি খেলে আর হাতিরা পরে পাঁকে !

আকাশ কাঁপে, বাতাস কাঁপে,

আরশ ওঠে কেঁপে, যাদের লোভে পাপে সাগর উঠছে ফেঁপে,

রুখতে তাদের একসাথে আজ পরতে হবে ঝেঁপে ।

এমন সময় কেমন করে গল্প লিখি বলো ?

গরিব দুঃখীর মন দুর্দশায় টনটন,

গড্ডালিকার হিমবাহে তাই উল্টো রথে চলো ।

আগুন জ্বলা গল্পমালা বঞ্চিতদের মনে,

দূর করতে জুলুম চালাও আজ কলম,

সৎ সাহসেই নামতে হবে কলম কালির রণে ।

ঘুম ভাঙাতে তুলতে হবে শেকল ভাঙা শোর,

অসুন্দরের সুর করতে হবেই দূর,

কালের স্রোতে তানপুরাতে উঠুক নতুন সুর ।

অরুণপ্রাতের তরুণরে ভাই সময় চলে যায়,

সময়ের চাকায় ভর করে আজ আয়,

বন্দী বিবেক মুক্ত করে শেকল ভাঙি আয় ।

আয় মুক্ত করি মানবতা জ্বালিয়ে আলোর মশাল,

আয় ভাঙি সব শেকল নিয়ে প্রত্যয়ী মনোবল,

আয় দাবানলে জ্বালিয়ে দেই অত্যাচারীর খেয়াল ।

যখন চাঁদ উঠবে ফুল ফটবে দুঃখী মনের আকাশে,

তখন ছন্দে ভরিয়ে মন তুলবো শিহরণ,

গল্প মালা ছড়িয়ে দেবো, ভাসবে ভোরের বাতাসে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে