মেনে চলি

……………… আজহারুল ইসলাম আল আজাদ

এমন দিন দেখতে হবে ভাবছিল কেউ আগে
বিশ্বের মানুষ করোনায় মরবে লাখে লাখে।
প্রতিদিন লাশের মিছিল টিভির পর্দায় দেখি,
আতংকে ঘুম আসেনা হায় চোখ মুদে জাগি।
এমন রোগ এল বিশ্বে যার নাই কোন ঔষধ
মহামারীর আকার ধরে আসে মহা বিপদ।
রাজা বাদশা ফকির মিছকিন পায়না রেহাই
সবখানে ছড়ায় সে রোগ লুকার যায়গা নাই।
প্রতিষেধক না থাকলেও প্রতিকারতো আছে,
বাইর থেকে এলে ঘরে ঢুকবে সাবানে হাত ঘসে।
মাক্স ব্যবহার করতে হবে ঘরের বাইরে গেলে
হাঁচি-কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট পায়খানা হলে।
ডাক্তার দেখাতে হবে বেশী হলে মেডিকেলে,
বাইরে থেকে কেউ এলে জানাতে হবে প্রশাসনে
১৪ দিন থাকতে হবে ঘরে অথবা কোয়ান্টাইনে।
করোনা ধরাপড়লে থাকবে রোগী আইশোলেসনে।
চলতে হবে সকলকে সামাজিক দুরুত্ব মেনে,
ঘরের ভেতর থাকা চাই প্রয়োজন বিহণে।
হ্যান্ডসেক মোলাকাত কোলাকুলি চলবে না কভু
এগুলো মেনে চলি নামাজ পরি রক্ষা করবে প্রভু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে