এম ডি বাবুল, চট্টগ্রাম প্রতিনিধি:  ১৭ এপ্রিল ২০২৩ র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ০৪ নং শাপলাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম বাড়িয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল একই তারিখ সকাল ০৬.৪০ ঘটিকার সময় বর্ণিত এলাকার ধৃত মোঃ এহছান উল্যার বসতঘরের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর প্রাক্কালে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৯৩,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় এহছান উল্যা (৩২), পিতা- হাজী গুনু মিয়া, সাং- বাড়িয়া পাড়া, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন – ১৪নং শাপলাপুর, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার বলে জানা যায়। স্থানীয়সূত্রে আরো জানা যায়, ধৃত অপরাধী মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসমূহ বিক্রয় করে আসছে । র‌্যাব এর গোয়েন্দা তৎপরতায় বর্ণিত অপরাধীকে চিহ্নিতপূর্বক জব্দকৃত ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে