ticket_103080

বিডি নীয়ালা নিউজ(২২ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসরের খেলা। এই আসরে মোট ম্যাচ হবে ১১টি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী বুধবার টুর্নামেন্ট শুরুর দিন মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই টুর্নামেন্টের টিকেট পাওয়া যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র ঢাকাস্থ ছয়টি শাখায়। শাখাগুলো হল, মিরপুর, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, প্রগতি সরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখা।

এছাড়া ব্যাংকের নির্ধারিত শাখায় গিয়ে কেউ টিকেট কিনতে না চাইলে ইউক্যাশের মাধ্যমে তা সংগ্রহ করতে পারেন। টিকেট বাজারে ছাড়া হয়েছে আজ থেকে। যেহেতু প্রতিটি ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে সেহেতু ঢাকার বাইরে ব্যাংকটির কোন শাখায়ই টিকিট ছাড়া হয়নি। ২২ ফেব্রুয়ারির পর টিকিট পাওয়া যাবে প্রতিটি ম্যাচের আগের দিন।

টিকেটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, শহীদ জুয়েল/মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, পূর্ব গ্যালারি ১৫০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে