ডেস্ক রিপোর্টঃ ইউনাইটেড ন্যাশনস কনফান্সে অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড)-এর নতুন রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ৪৫টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মধ্যে বাংলাদেশসহ ৫টি দেশ ৭ শতাংশ বা তারও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
‘সিলেক্টেড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেন্ডস ইন দ্য লেটেস্ট ডেভেলপড কান্ট্রিস ২০১৮’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, এ ক্ষেত্রে বাংলাদেশ +৭.১ শতাংশ, জিবুতি +৭.৫ শতাংশ, ইথিওপিয়া +৮.৫ শতাংশ, মিয়ানমার +৭.২ শতাংশ ও নেপাল +৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

রিপোর্টে আরো বলা হয়, বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনীতির দেশের মধ্যে কিছু এলডিসি ভালো করেছে। তারা ২০১৭ সালে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বিপরীতে ৮ দশমিক ১ শতাংশ এসডিজি অর্জন করেছে।
অন্যান্য এলডিসি’র রেকর্ড অনুযায়ী তাদের চলতি হিসাবে ঘাটতির উঠানামা রয়েছে, যা জিডিপি’র এক শতাংশের নিচে সীমাবদ্ধ ছিল বাংলাদেশ ও নেপালে। ভুটান, ঘানা, লাইবেরিয়া, মোজাম্বিক ও টোভালো’র ক্ষেত্রে ২৫ শতাংশের বেশি ছিল।

 

 

 

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে