আন্তর্জাতিক রিপোর্টঃ দ্য শ্যাডো ব্রোকার নামের একটি গ্রুপ শনিবার উইন্ডোজ এবং নির্দিষ্ট কিছু ফিনান্সিয়াল নেটওয়ার্কে হ্যাকিং এর নতুন টুল ফাঁস করেছে। আর এজন্য সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ইতোমধ্যেই প্যাচ উন্মুক্ত করেছে।

এই প্যাচ বর্তমানে সকল উইন্ডোজ সংস্করণে সমর্থন করছে বলে জানিয়েছে মাইক্রোসফট। যদিও ওই হ্যাকিং টুল প্রকাশের পর মাইক্রোসফটের উইন্ডোজ প্রস্তুতকারকরা রয়টার্সে এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কোনো ফাইলের অস্তিত্ব বা চুরি হয়েছে বলে মার্কিন সরকার তাদের কোনো রকম সতর্ক করেনি। এমনকি অন্যান্য কোনো সংস্থাও এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

তবে মাইক্রোসফট তাদের পুরোনো এক্সপি বা ভিসতা অপারেটিং সিস্টেমের জন্য এই প্যাচ প্রকাশ করেছে কিনা তা নিশ্চিত করেনি। তবে যেহেতু প্রতিষ্ঠানটি তাদের পুরনো সংস্করণ থেকে সকল সমর্থন তুলে নিয়েছে তাই প্যাচ উন্মুক্তও হয়নি পুরাতন ভার্সনে।

ব্যাংকের সুইফট হ্যাকিং এ তদন্তকারী সাইবার নিরাপত্তা পরামর্শক শেন শুক বলেন, প্রকাশিত হ্যাকিং টুলে কম্পিউটার কোড রয়েছে যা দিয়ে অপরাধীরা সুইফট সার্ভারে প্রবেশ করতে পারে এবং মেসেজিং কার্যকলাপ মনিটর করতে পারে।

পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে