ডেস্ক রিপোর্ট : মাঠেই হেরে গেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় পাত্তাই পেল না বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। রোববার ১৭০ রান করেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় কোহলিরা।

দলের পরাজয় নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, প্রথম চার ওভার আমরা ভালো বল করেছি। কিন্তু এভাবে ক্যাচ মিস করলে, তার মাশুল দিতেই হবে। আমরা যদি এরকম খারাপ ফিল্ডিং করি, তাহলে যত বেশি রান করিনা কেন জেতা সম্ভব না। এক ওভারে দুটি ক্যাচ মিস করলে কীভাবে ম্যাচ জিতব। আমাদের আরও ভালো ফিল্ডিং করতে হবে।

রোববার ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে রিশব প্যান্ট এভিন লুইসের ক্যাচ ছাড়ার পরই দর্শকরা ধোনি ধোনি বলে চিৎকার করে রিশবকে কটাক্ষ করেন।

এ দিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে সফরকারী উইন্ডিজ।

এর আগে প্রথম টি-টোয়েন্টি আগে ব্যাট করে ২০৭ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে দাপুটে জয় পায় স্বাগতিক ভারত।

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে