ডেস্ক রিপোর্টঃ একুশে বইমেলায় করা যাচ্ছে ডটবাংলা (.bangla) ডোমেইন-এর নিবন্ধন।
বিটিসিএল-এর পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোর্শেদ এক তথ্য বিবরণীতে জানান, আগ্রহী লোকেরা বাংলাদেশ টেলিকম্যুনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ৫০নং স্টলে ডট বাংলা ডোমেইন-এর নিবন্ধন পেতে পারেন।
বাংলা একাডেমী প্রাঙ্গণে আজ থেকে মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।
বইমেলায় বিটিসিএল ডট বাংলা ডোমেইন-এর ওপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শন করবে। তাছাড়া স্টল প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাইয়ের অফার দেয়া হয়েছে।
বইমেলা ছাড়া অনলাইনেও এই ডোমেইনের নিবন্ধন করা যাবে এবং ক্রেতারা রাষ্ট্রীয় মালিকানধিীন মোবাইল ফোন অপারেটর টেলিটক ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন।
দ্যা ইন্টারন্যাশনাল কোঅপারেশন অব এসাইন্ড নেমস এ্যান্ড নাম্বার্স (আইসিএএনএন) গত অক্টোবরে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ডট বাংলা ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়। আর এই ডোমেইন ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয় রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিসিএলকে।
এর আগে আইসিএএনএন বাংলাদেশের জন্য ডট বিডি অথবা .bd নামে আরেকটি ডোমেইন লেবেল অনুমোদান দেয়। এখন থেকে .bangla বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেবেল।
বিটিসিএল জানায়, .bd-এর নিবন্ধিত ব্যবহারকারীর মোট সংখ্যা ৩৬ হাজার ৫শ’তে উন্নীত হয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে