aquidor

বিডি নীয়ালা নিউজ(১৭ই এপ্রিল১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ একুয়েডরে একটি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪১ জন নিহত হয়েছে।

ভূমিকম্প আঘাত হানার পর ছয়টি প্রদেশে জরুরী অবস্থা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের।

স্থানীয় গণমাধ্যম বলছে, উপকূলীয় শহর ম্যুসনেতে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৩শ কিলোমিটার দূরবর্তী গোয়েকুইল শহরের একটি ওভারপাস ধসিয়ে দেয়। ধসে পড়া ওভারপাসের নিচে চাপা পড়ে বহু যানবাহণ। কুইটো শহরের ভবনগুলোকেও এই ভূমিকম্প নাড়িয়ে দেয়। শহরটির অধিবাসীরা সবাই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে।

রাজধানীর একটি বড় অংশ জুড়ে এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এ ভূমিকম্পের পর পার্শ্ববর্তী দেশ পেরুর উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মাত্র দুদিন আগেই জাপানে ৬.৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে, যাতে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির খবর মিলছে।

সূত্রঃ বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে