উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্তকারী লাইনে দুই দেশের গুলি বিনিময় হয়েছে।
স্থানীয় সময় রবিবার সকাল ৭ টা ৪১ মিনিটে উত্তর সীমান্তের  দিকে দক্ষিণ কোরিয়ার গার্ড পোস্টের লক্ষ্য করে  গুলি ছুঁড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া পক্ষ থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বন্দুকের গুলিতে কি উস্কানি দিয়েছিলো তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে এসব তথ্য দেন দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অব স্টাফ। প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ কোরিয়া দুই রাউন্ড গুলি ছুঁড়ে।    
   পাঁচ বছরে এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণে সরাসরি গুলি চালিয়েছে।সীমান্তে সামরিক উত্তেজনা হ্রাস করাছিলো উত্তর কোরিয়া নেতা কিম জং- উন এবং দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতি মুন জা – ইন  এর মধ্যে সেপ্টেম্বরে২০১৮ সালের পিয়ংইয়াংয়ের শীর্ষ সম্মেলনে হওয়া চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি।
প্রায় তিন সাপ্তাহের জনসম্মুখে অনুপস্থিতের  পর কিম জং- উন আসার একদিন পরই এগুলি বিনিময় হয়।

বিবিসি ও রয়টার্স 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে