ডেস্ক রিপোর্টঃ উত্তরা ১১ নং সেক্টর চৌরাস্তা থেকে ১০ নং সেক্টরে প্রবেশের দক্ষিণেগামী গরীব-ই-নেওয়াজ এভিনিউ সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উত্তরা চক্রাকার বাস সার্ভিসের গ্রীণ রুটে চলাচলরত বাসের ৮নং স্টপে এই গর্তের সৃষ্টি হয়েছে। বিশাল ডিএনসিসি ৫১ নং ওয়ার্ডের অন্যতম প্রধান এই সড়ক এটি।

দিনরাত এভিনিউ সড়কটি ধরে হাজারো গাড়ি চলাচল করায় আশপাশের লোকজন রাস্তার উপর গর্ত সৃষ্টি হওয়া স্থানটিতে একটি লাঠির উপর হলুদ ব্যাগ টানিয়ে দিয়েছে; যাতে করে সড়কটি ধরে চলাচলরত যানবাহনের চালকগণ বিপদ সংকেত হিসেবে বুঝে উঠতে পারে। কিন্তু আশপাশের লোকজন সচেতনতামূলকভাবে সংকেতের মাধ্যমে জায়গাটিকে বিপদ চিহ্নে শনাক্ত করলেও রাতের বেলায় এই রোড ধরে চলাচলকারী যানবাহন চালকের একটু অসাবধানতাই ঘটাতে পারে মারাত্মক দূর্ঘটনা।

আর তাই দ্রুত সংস্কার করার মাধ্যমে ব্যস্ততম এই রুটে চলাচলরত সকল যানবাহনকে নিরাপদগামী করে তুলবে এমনটাই প্রত্যাশা করেন ওয়ার্ড ও সেক্টরবাসীরা।

পিবিএ/এএইচ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে