আন্তর্জাতিক রিপোর্ট : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। টুর্নামেন্টে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে অধিনায়ক কেন উইলিয়ামসনের ১০০ রানের কল্যাণে ৪৫ ওভারে ২৯১ রান করেছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৬ ওভারে নামিয়ে আনা হয়।

পরে বৃষ্টি আইনে ৩৩ ওভারে জয়ের জন্য ২৩৫ রানের নতুন টার্গেট পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৯ ওভারে ৩ উইকেটে ৫৩ রান তুলে অস্ট্রেলিয়া। এরপর আবারো বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে গেলে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। অস্ট্রেলিয়ার পক্ষে ওপেনার ডেভিড ওয়ার্নার ও মইসেস হেনরিকস ১৮ রান করে করেন।
এর আগে, বার্মিংহামে দুই ওপেনার মার্টিন গাপটিল ও লুক রঞ্চির মারমুখী ব্যাটিং-এ ৩৪ বলে ৪০ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। গাপটিল ২৬ রান করে ফিরে গেলে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর উইলিয়ামসনকে নিয়ে রান তোলার গতিটা ধরে রেখেছিলেন রঞ্চি। মারমুখী মেজাজেই ছিলেন দু’জনে। ৯ ওভারে ১ উইকেট ৬৬ রানে পৌঁছে যায় কিউইরা।
তবে দশম ওভারের তৃতীয় ডেলিভারির পর বৃষ্টি নামলে প্রায় দেড় ঘন্টার বেশি খেলা বন্ধ ছিলো। ফলে ম্যাচের দৈর্ঘ্য ম্যাচটি ৪৬ ওভাওে নেমে আসে।
এরপর উইলিয়ামসনকে নিয়ে ১০ ওভারে ৭৭ রানের জুটি গড়ে ফিরেন রঞ্চি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৫ রান করে আউট হন রঞ্চি। তবে একপ্রান্ত আগলে নিউজিল্যান্ডের রানে চাকা সচল রেখেছিলেন উইলিয়ামসন। এরই মধ্যে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। তিন অংকে পা দিয়ে সেখানেই থেমে যান উইলিয়ামসন। ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৭ বলে ১০০ রানে আউট হন উইলিয়ামসন।
মাঝে রস টেইলরের ৫৮ বলে ৪৬ রান নিউজিল্যান্ডকে বড় সংগ্রহে পথ দেখায়। কিন্তু উইলিয়ামসনের বিদায়ের পর ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩শ’র কোটা পেরোতে পারেনি নিউজিল্যান্ড। এক ওভার হাতে থাকতেই ২৯১ রানেই গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৫২ রানে ৬ উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
সংক্ষিপ্ত স্কোর (৪৬ ওভারের ম্যাচ) :
নিউজিল্যান্ড : ২৯১/১০, ৪৫ ওভার (উইলিয়ামসন ১০০, রঞ্চি ৬৫, হ্যাজেলউড ৬/৫২)।
অস্ট্রেলিয়া : ৫৩/৩, ৯ ওভার (ওয়ার্নার ১৮, হেনরিকস ১৮, মিলনে ২/৯)।
ফল : পরিত্যক্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে