dorji

বিডি নীয়ালা নিউজ(২৭ই  জুন ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে ঈদের পোশাক বানাতে ব্যস্ত সময় পার করছে দর্জি পাড়ার কারিগররা।
সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে তাদের কর্মব্যস্ততা। নীলফামারী শহর
ঘুরে দেখা যায় ঈদের সময় যত ঘনিয়ে আসার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অর্ডারের পরিমান
তাই প্রত্যেক বছরের মত এবারেও অনেক বেশি অর্ডার থাকায় বাড়তি সময় ধরে কাজ করতে
হচ্ছে কারিগরদের।

ঈদে এবারে থ্রি পিচ, শার্ট প্যান্ট, পাঞ্জাবিসহ সব বয়সীদের রুচিসম্মত পোশাক
তৈরিতে আগ্রহ দেখা যাচ্ছে। বেশ কয়েকটি টেইর্লাস মালিকের সাথে কথা বলে জানা
গেছে গতবারের চেয়ে এবারের পোশাক তৈরি চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচেছ। তাই
সঠিক সময়ে পোশাক ডেলিভারি করতে আমাদের হিমশিম খেতে হচেছ। শার্ট প্যান্ট সেলাই
করতে আসা সামান্তা কবির অভিযোগ করে বলেন পোশাক তৈরিতে মজুরি বেশি নেওয়া হচেছ।
আরো জুই, ইভা, অনন্যাসহ বান্ধবিরা বলেন কয়েকটি টেইর্লাস ঘুরে দেখলাম সবখানে
কাজের চাপ থাকায় অর্ডার নিতে চায়না এবং অর্ডার নিলেও মুজুরি বেশি নেওয়া হচ্ছে।

পোশাক সেলাইয়ের মজুরি বেশি নেওয়ার প্রসঙ্গে টেইর্লাস মালিকরা জানান, অন্যান্য
সময়ে একটি প্যান্টের মজুরি নেয়া হয় ৩৫০ টাকা। কিন্তু ঈদের সময় কারিগরদের
পারিশ্রমিক বেড়ে যাওয়ায় এর মজুরি দাঁড়ায় ৪০০ টাকা। অন্যদিকে, শার্টের মজুরি
৩০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নেয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে