তবজদসৃ

বিডি নীয়ালা নিউজ(১৫ই মে১৬)-এম এম মুজাহিদ উদ্দীনখুলনা প্রতিবেদনঃ

 “ছুটির পাখিটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দি পালাতে পারে না তাই
দানাপানি তাকে যতই দাও না তুমি
পাখির কিন্তু ছুটির আকাশ চাই।”

দৈনন্দিন জীবনের মাঝে সেই আকাশটা খুঁজে নিতে ঈদের ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া ভিড়।খুলনার এসব বিনোদন কেন্দ্রে অনেক দূরদূরান্ত থেকে ও বিনোদন প্রেমীরা কাছের মানুষদের নিয়ে এখানে এসে ভিড় করে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের ষষ্ঠ দিন ও (১২ সেপ্টেম্বর) দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিল্পনগরী খুলনার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার-পরিজন-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দে সময় কাটানোর মধ্য দিয়েই নগরবাসী ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। জেলার বিনোদন কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে বর্নিল সাজে।
খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্ক, শহীদ হাদিস পার্ক, রূপসা সেতু, নগরীর খালিশপুরের ওয়ান্ডার ল্যান্ড শিশুপার্ক, গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকার চিড়িয়াখানা, ভূতের আড্ডা পার্ক, ফরেস্ট ঘাট ও বয়রা এলাকার এসএস ওয়ার্ল্ড শিশুপার্কে ঈদ মেলা বসে।সাজনো হয়েছে বিভিন্ন আলোক সজ্জা দিয়ে,এ যেনো অন্যরকম একটা আবেশ।
খানজাহান আলী রূপসা সেতুতে ঘুরতে আসা আঃ আজিজ জানান, মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে এ সেতুর বিকল্প নেই। সেতুটির ওপর দাঁড়ালে মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি।তাই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি।
বিকেলে শহিদ হাদিস পার্কে ঈদ মেলায় ঘুরতে মামদুদা আফ্রিন তামান্না বলেন, হাদিস পার্কটি নতুন আঙ্গিকে সাজানোর ফলে এখন বসার পরিবেশ তৈরি হয়েছে।আর ঈদের সময় এখানে অনেক মানুষ আসে ,তাই ঘুরতে এখানে অনেক ভালো লাগে । শহিদ হাদিস পার্কে ঘুরতে আরেক দর্শনার্থী মাইনুল ইসলাম রনি বলেন-ব্যস্ততার কারনে অবসরই মেলেনা তাই ঈদের ছুটিতে একটু অবসর পেয়েছি তাই চলে আসলামেএকটু অবসর পেলেই আমি এখানে চলে আসি। গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকার চিড়িয়াখানায় ঘুরতে আসা ব্যাংক কর্মকতা তাসনুভা তামান্না বলেন-ক্লান্ত জীবনকে একটু বিশ্রাম দিতেই তিনি পরিবারসহ এখানে এসেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে