আন্তর্জাতিক রিপোর্টঃ ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমী রাফসানজানি মারা গেছেন।

৮২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরানে। আয়াতুল্লাহ রাফসানজানি ১৯৮৯ থেকে ৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

২০০৫ সালে তৃতীয় দফায় নির্বাচন করে হেরে যান তিনি। এরপরেও তিনি ইরানের রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখেছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির একজন সমর্থক ছিলেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা মিস্টার রাফসানজানি ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার তাকে তেহরানের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসিডেন্ট হাসান রুহানি।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে