আন্তর্জাতিক রিপোর্ট : ইরানের পার্লামেন্টের ভেতরে বুধবার কমপক্ষে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

সেখানে হামলাকারীর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় কিছু বার্তা সংস্থার খবরে পার্লামেন্টের ভেতরে হামলার সঙ্গে কেবলমাত্র একজনের জড়িত থাকার কথা বলা হলেও অন্য অনেক সংবাদমাধ্যমের খবরে তিনজনের কথা বলা হয়। তারা বন্দুক ও পিস্তল দিয়ে এ হামলা চালায়।বার্তা সংস্থা আইএসএনএ ও ফার্স জানায়, সেখানে বন্দুক হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে