আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় আবারও আঘাত হেনেছে ভূমিকম্প।  মঙ্গলবার দেশটির দক্ষিণে সুম্বা অঞ্চলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সুম্বা তিমুরের ৬৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাগর তলদেশের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন একাধিক ভূমিকম্প হয়েছে ওই অঞ্চলে। সুম্বা দ্বীপে প্রথমে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় সকাল ৮টার দিকে। এর ১৫ মিনিট পর একই অঞ্চলে ৬ মাত্রার ভুমিকম্প হয়।

উল্লেখ্য, এর আগে শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রায় ১২শ’ জন নিহত হয়। ভয়াবহ ওই ভূমিকম্পের চার দিন পরও সুলাওয়েসি থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে