বিনোদন ডেস্কঃ ইন্ডাস্ট্রিতে ফাইট করতে হলে আমাকেই করতে হবে। যত প্রতিকূল পরিবেশ আসুক, প্রতিবন্ধকতা আসুক আমাকেই লড়তে হবে। আমি তাই করে যাচ্ছি। বাংলা চলচ্চিত্রের জন্য আমার আত্মত্যাগ থাকবে। কারণ আমি এই ইন্ডাস্ট্রির ভালো চাই। আমি চাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।

কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজন করা হয় শাপলা মিডিয়ার নতুন চলচ্চিত্র শাহেন শাহ’র মহরত। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

শাকিব বলেন, ‘এদেশে একটি ভালো চলচ্চিত্র মুক্তি দিতে গেলে ভয় লাগে এই ভেবে যে কখন কোথায় ছবিটি আটকানোর পরিকল্পনা করা হয়। সেন্সর বোর্ডে ঢুকলে আইনের মারপ্যাচে ছবিটিকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। একশো জায়গা থেকে ফোন চলে আসে। এতো কিছু মাথায় নিয়ে কীভাবে চলচ্চিত্রে মানুষ বিনিয়োগ করবে। এখানে তো বিনিয়োগ করতে ভয় লাগে।’

শাপলা মিডিয়ার কর্ণধারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি সেলিম ভাইকে শুধু ধন্যবাদই না কৃতজ্ঞতা জানাবো। এই প্রতিকূল পরিবেশে তিনি এগিয়ে আসছেন সাহস করে। বিনিয়োগ করছেন একের পর এক ছবিতে। এই দুঃসময়ে যখন চলচ্চিত্রে লগত্নিকারকেরা পিছিয়ে যাচ্ছে তখন সেলিম ভাই এগিয়ে এসেছেন।’

সদ্য মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন খান’ ছবি নিয়ে শাকিব খান বলেন, ‘এই ছবি নিয়ে আমি ফোন পেয়েছি। মানুষ ছবিটি উপভোগ করছে। মানুষ চায় আনন্দ। ক্যাপ্টেন খান একটি নির্মল বিনোদনের ছবি। মানুষ বিনোদিত হয়েছে। তবে আমি মনে করি শাহেন শাহ হয়তো ক্যাপ্টেন খানের চেয়েও ভালো হবে।’

শাহেন শাহ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। আর নবাগতা হিসেবে এই ছবিতে অভিষিক্ত হচ্ছেন রোদেলা জান্নাত।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে