ডেস্ক রিপোর্টঃ ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করবে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতউল্লাহ।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় গত বছরের ১২ মার্চে ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে