DUBAI, UNITED ARAB EMIRATES - FEBRUARY 18: Players of England celebrate after winning the ICC U19 Cricket World Cup 2014 match between England and New Zealand at the Dubai Sports City Cricket Stadium on February 18, 2014 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel - IDI/IDI via Getty Images)

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ টি২০ বিশ্বকাপের ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে ইংলিশরা।

আর এটা সম্ভব হয়েছে জো রুট ও শেষের দিকে বাটলার, স্টোকস, উইলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৫৬ রান।

কলকাতার ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে ইংলিশ শিবির। প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার জ্যাসন রয়। স্যামুয়েল বদ্রির বলে সরাসরি বোল্ড তিনি। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি রয়। ইংল্যান্ডের দলীয় রানও তখন শূন্য।

টি২০ বিশ্বকাপে দুদলই সাবেক চ্যাম্পিয়ন। ২০১০ সালে প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। ২০১২ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম শিরোপার দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোন দল দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে চলেছে। কে জিতবে, তা সময়ই বলে দেবে।

টি২০ পরিসংখ্যানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪বারের মোকাবেলায় ৯টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টি২০ বিশ্বকাপে একক আধিপত্য গেইলদের। এ পর্যন্ত চারবার বিশ্ব আসরে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে চারটিতেই জিতেছে ক্যারিবীয় শিবির।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, হ্যালেস, জো রুট, ইয়ন মরগ্যান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, উইলি, আদিল রশীদ ও প্লাংকেট।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে