সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বলেন আ,লীগ যখনই ক্ষমতায় যায় তখনই এদেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করে , এবং তাদের কল্যাণে কাজ করে থাকে। তিনি বলেন এই সরকার দরিদ্র মানুষের কথা বিবেচনায় এনে ভিজিডি, ভিজিএফ মাধ্যমে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা ছাড়াও বয়স্ক ভাতা বিধবা ও স্বামি পরিত্যাক্তা ভাতা,প্রতিবন্ধী ভাতা,অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা সহ অনেক প্রকার ভাতার ব্যবস্থা করেছেন। যেন কেউ দুমুঠো ভাতের জন্য কষ্ট না পায়।তিনি আসছে নির্বাচনে আ,

লীকে কে ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার কাজীপুরে দরিদ্রদের মাঝে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে অফিস কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনা খাতুন কনা,র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, অফিসের উচ্চমান সহকারি নজরুল ইসলাম,অফিস সহকারি জয়নাল আবেদীন, সমাজ কর্মি ফরিদা ইয়াসমিন ও আবুবক্কর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ শুভগাছাও গান্ধাইল ইউনিয়নের ৫৪ জন বয়স্ক, ১২ জন বিধবা, ৬৬ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে