160225131359__88438940_messi_boy

বিডি নীয়ালা নিউজ(২৭ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ ঘরে তৈরি নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে বানানো আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বিখ্যাত ‘১০’ নম্বর লেখা শার্ট পরে অনলাইনে বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিল মুরতাজা আহমেদ নামে এক আফগান শিশু।

শেষ পর্যন্ত তার স্বপ্নের তারকা মেসি ক্ষুদে ভক্তটির জন্য আসল শার্টটি নিজেই উপহার হিসাবে দিলেন।

৫ বছরের মুরতাজার ওই শার্ট পরা ছবি অনলাইনে হিট হবার পর ”মেসির সবচেয়ে বড় এই ভক্ত”-কে খুঁজে বের করতে শুরু হয়ে যায় দুনিয়া জুড়ে অনুসন্ধান।

শেষ পর্যন্ত পূর্ব আফগানিস্তানের ঘজনি প্রদেশের জাঘোরি গ্রামে শিশুটির সন্ধান পাওয়া যায়।

মেসির ম্যানেজার টিমের সদস্যরা বৃহস্পতিবার জানান মেসির সই করা একটি ‘১০’ নম্বর জার্সি এবং একটি ফুটবল বার্সেলোনা ফরওয়ার্ডের পক্ষ থেকে শিশুটিকে উপহার হিসাবে পাঠানো হয়েছে।

”আমি মেসিকে ভালবাসি আর শার্টে লেখা আছে মেসি আমাকে ভালবাসেন”, উচ্ছ্বসিত পাঁচ বছরের মুরতাজার মন্তব্য।

লিওনেল মেসি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করেন এবং ইউনিসেফ তার হয়ে উপহারের প্যাকেটটি তুলে দেয় শিশু মুরতাজার হাতে।

মেসি মুরতাজার পরিবারের জন্য কয়েকটি বাড়তি শার্টও পাঠিয়েছেন, যার একটি সম্ভবত নিচ্ছে তার বড় ভাই হামাউন, যে মুরতাজার পলিথিন শার্ট পরা ছবি ফেসবুকে পোস্ট করেছিল।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে