কুড়িগ্রাম প্রতিনিধি: দূর্ঘটনা হ্রাস, হেলমেট পরিধান ও যানযট নিরসনে অগ্রনী ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মত কুড়িগ্রাম জেলা বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ট্রাফিক ইউনিট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা হওয়ার গৌরব অর্জন করেছে। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের টিআই এ্যাডমিন মোঃ জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট মোঃ মেহেদুল করিম পিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলশি সুপার মোঃ মেনহাজুল আলমসহ রংপুর রেঞ্জের সকল পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরনীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষাথীদের প্রশিক্ষন। সৃজনশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনায়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দূর্ঘটনা রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভুমিকা রাখায় এ গৌরব অর্জন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে