অর্থনৈতিক উন্নয়নের ওপর ভর করে আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ – এমনটাই বলছে পশ্চিমা গণমাধ্যমগুলো।
টাইম ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান আর এপি’র মতো সংবাদমাধ্যমের মতে, কিছু বাধা-বিপত্তি থাকলেও জনমত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে শেখ হাসিনাই।
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন বলেছে, রেকর্ড চতুর্থবার সরকার গঠনের পথেই আছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নকে নির্বাচনে জয়-পরাজয়ের মূল নিয়ামক হিসেবে চিহ্নিত করেছে টাইম।
জাতিসংঘ ও বিশ্বব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের উন্নয়ন, জঙ্গিবাদ দমন ও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে বর্তমান সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে টাইমে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় তুলে এনেছে শেখ হাসিনার সরকার। নির্বাচনী প্রচারের সময় কিছু সহিংসতা হলেও শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার অনুকূল পরিস্থিতি রয়েছে বলে মত গার্ডিয়ানের।
অর্থনীতিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, উচ্চ প্রবৃদ্ধি ও আর্থিক চাঙ্গাভাব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। এতে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা বেগবান হতে পারে।
ব্লুমবার্গের মতে, শেখ হাসিনা পুনঃনির্বাচিত হলে, অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে, যা বিদেশি বিনিয়োগের নিয়মিত প্রবাহ রক্ষায় সহায়ক হবে।
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস – এপি তাদের নির্বাচনী বিশ্লেষণে বলেছে, গত ২ মেয়াদে শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে এবারও জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে।


C/I/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে