গত বছর আইএসের এক প্রপাগান্ডা ভিডিওতে হাফিজ সাঈদ খান।
গত বছর আইএসের এক প্রপাগান্ডা ভিডিওতে হাফিজ সাঈদ খান।

বিডি নীয়ালা নিউজ( ১৩ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ পেন্টাগন বলছে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান গত মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছে।

হাফিজ সাঈদ খান তালেবানদের সাবেক কমান্ডার ছিলেন, তিনি আফগানিস্তানে বহু জঙ্গি হামলার নেতৃত্ব দিয়ে দিয়েছেন।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা গত বছর দাবি করেছিল যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এক ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন।

যদিও তখন আইএস বলেছিল তাদের নেতা কোনওভাবে প্রাণে বেঁচে গেছেন।

তবে তখন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।

শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে গত ২৬শে জুলাই নানগারহার প্রদেশের জেলা আচিনে ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন।

রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আইএসের আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হওয়ার তিনদিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়।

গত ২৬শে জুলাই আফগান গোয়েন্দা সংস্থাও জানিয়েছিল নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে ১২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে, কিন্তু তখন তারা কোট জেলার কথা উল্লেখ করেছিল, আচিন জেলার কথা নয় এবং সাঈদ খানের নামও তারা উল্লেখ করেনি।

এর আগে ২০১৫ সালের জুলাই মাসেই সাঈদ খান নিহত হবার খবর প্রকাশ হয়েছিল।

এদিকে পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত জানিয়েছেন নানগারহার প্রদেশে ড্রোন হামলায় আরও আইএস জঙ্গি নিহত হয়েছে।

গত মে মাসে পাকিস্তানের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় এবং ওই হামলায় আফগান তালেবান প্রধান মোল্লাহ আখতার মোহাম্মদ মনসুর নিহত হন।

 

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে