shekh-hasina-pm11
ফাইল ছবি

 

বিডি নীয়ালা নিউজ ( ১৭ই জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ মঙ্গোলিয়া সফর নিয়ে রোববার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের ব্যস্ততা শেষে শনিবার বিকেলেই দেশের উদ্দেশে উলানবাটর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট।

আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তিনদিনের মঙ্গোলিয়া সফর ও সেখানে ‘এশিয়া-ইউরোপ মিটিং’য়ে (আসেম) অংশগ্রহণ এবং সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী।

আসেমে অংশ নিতে ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে তিনদিনের সরকারি সফরে মঙ্গোলিয়ার উলানবাটরে যান প্রধানমন্ত্রী।

সেখানে আসেমের উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবেসহ বিশ্বের বেশ ক’জন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন।

 

 

bdlive24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে