মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। দেশের নামকরা কোরিওগ্রাফার তিনি। মাত্র চার বছর থেকেই নাচের সঙ্গে যোগসাজশ সোহাগের। নাচকে লালন করে আজও তিনি পথ চলছেন।
‘নিত্যভূমি’ নামে একটি নাচের দল রয়েছে তার। আজ এই নামকরা কোরিওগ্রাফারের জন্মদিন। আমাদের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
এ প্রসঙ্গে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘এবার জন্মদিনে বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করি নেই। ঘরোয়াভাবে জন্মদিন পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্র জন্য সেরা নৃত্য পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। নৃত্যাঙ্গনে অসামান্য কৃতিত্ব রাখায় বিশেষ এই সম্মানার তাকে দেওয়া হয়।
এ প্রসঙ্গে কোরিওগ্রাফার সোহাগ বলেন, ‘যেকোনো অর্জনই কাজের উৎসাহ বাড়ায়। এ সম্মাননা পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে