ScreenShots_Weather_Android2

বিডি নীয়ালা নিউজ(১৭ই  মে১৬) স্টাফ রিপোর্টার: ১৭ মে, ২০১৬ খ্রীষ্টাব্দ। ০৩ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। ০৯ শাবান, ১৪৩৭ হিজরি। সমগ্র দেশেই আজ তুলনামূলক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টিপাত দেশের উত্তর ও পূর্ব দিকের এলাকা ছাড়া দেশের বাকী অন্যান্য স্থানেও বিস্তৃত হবে। সার্বিক ভাবে দেশে শতকরা ২৫ ভাগ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের ধরণ— ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে বেশ দুরত্ব রেখে হটাৎ বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকেই বেশী থাকবে। ঘর্মাক্ত ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকেও। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে নির্দিষ্ট আকারে স্থানিয় পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব।

* ঢাকার সময় অনুযায়ী:—
* আগামীকাল সূর্যোদয়: ৫:১৫ মিনিটে।
* আগামীকাল সূর্যাস্ত: ৬:৩৫ মিনিটে।
* আগামীকাল দিনের দৈর্ঘ্য:- ১৩:২০:০২

সূত্রঃ আবহাওয়া বার্তা

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে