weather

বিডি নীয়ালা নিউজ(৫ই এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদনঃ ধেয়ে আসছে দেশের দিকে বছরের প্রথম মৃদু তাপ প্রবাহ জুই। সময়কাল :৫ ই এপ্লিল হতে ১৩ ই এপ্লিল ২০১৬ পর্যন্ত।
তাপপ্রবাহ জুই চলাকালিন সময়ে দেশের সার্বিক বৃষ্টির গড় পরিমান অনেক হ্রাস পাবে। তবে সিলেট বিভাগের অনেক এলাকায় স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ও দেশের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে কালবৈশাখি আকারে কিছুটা বৃষ্টি হতে পারে।
খুলনা, রাজশাহি, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, বিভাগের অনেক এলাকার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকার উপরদিয়ে মৃদু তাপপ্রবাহ ও অন্যত্র তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে।
মাঝারি তাপপ্রবাহ যুক্ত এলাকায় জুই চলাকালিন সময়ে সর্বোচ্চ তাপপ্রবাহ গড়ে প্রায় ৩৭°সে. এর আসেপাশে থাকতে পারে।
ধংস্বাক্তক বৃষ্টি বলয় প্রলয় তাপপ্রবাহ জুই এর পর দেশে আঘাত হানতে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে