কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এমপি আদেলের দেওয়া সহায়তা প্রদান।

জানাগেছে মঙ্গলবার সকালে মাগুড়া ইউনিয়নের ঠাটারী পাড়া গ্রামে চারটি পরিবারের ঘর-বাড়ি এবং নগদ অর্থ স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া বিষয়টি নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেলের নজরে আসলে, আব্দুল এবাদ, বাদশাহ মিয়া, ফুয়াদ হোসেন ও মোন্নাফ হোসেন এই ক্ষতিগ্রস্থ ৪টি পরিবার মাঝে নগদ অর্থসহ শাড়ি কাপড় প্রদান করেন এমপির পিএস রায়হানুল আহসান রমি।

এসময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, জাতীয় পার্টির সদস্য কামরুজ্জামান দিলিপ,সাবেক ইউপি সদস্য মোজাহার হোসেন, ছাত্রনেতা ফারুক হোসেন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামীম রেজা, সাধারন সম্পাদক আব্দুল মজিদ মধুসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে