আন্তর্জাতিক রিপোর্টঃ চলতি বছরের ৮ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধামন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

ডাউনিং স্ট্রিটে দেওয়া এক ভাষণে থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এর কারণে যুক্তরাজ্যের এখন শক্তিশালী নেতা প্রয়োজন। দেশ এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার এই নির্বাচন দিয়ে কমন্সে ভোট হবে বলে জানায় বিবিসি। মে বলেন, ‘আমি মনে করি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন।’

এল/বি/ডি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে