shob-i-borat

বিডি নীয়ালা নিউজ(৮ই মে১৬)-ইসলামিক প্রতিবেদনঃ  শনিবার সারাদেশের কোথায়ও চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস শুরু হবে সোমবার থেকে। আর ২২ মে দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

শনিবার মাগরিবের নামাজ শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটি জানায়, শনিবার (৭ মে) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার (৯ মে) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামীকাল রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী সোমবার (৯ মে) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ শাবান দিবাগত রাতকে  শবে বরাতের রাত হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে আগামী ২২ মে (রোববার) সারাদেশে পবিত্র লাইলাতুল বারআত পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের  যুগ্ম-সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী।

সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ অহিদুল ইসলাম (যুগ্ম সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শাফায়াত মাহবুব, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, ,সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধক্ষ্য মুহাম্মদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে