ডেস্ক স্পোর্টসঃ ভারতের মাটিতে প্রথমবার টেস্ট জিতে ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে আগামীকাল তিন টেস্টের সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী শ্রীলংকা। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে আপসেট ঘটাতে চায় দিনেশ চান্ডিমালের নেতৃত্বাধীন তুলনামুলক দুর্বল লংকানরা। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
ভারত-শ্রীলংকা টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স:
১ম টেস্ট- নভেম্বর ১৬-২০, কলকাতা
২য় টেস্ট-নভেম্বর ২৪-২৮, নাগপুর
৩য় টেস্ট-ডিসেম্বর ২-৬ দিল্লি
ভারত:
টেস্ট র‌্যাংকিং: ১
অধিনায়ক: বিরাট কোহলি
কোচ: রবি শাস্ত্রি

দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল,মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ^র পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশি^ন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভবনেশ^র কুমার, ইশান্ত শর্মা।
সাম্প্রতিক ফর্ম:
তিন ম্যাচের এ্যওয়ে সিরিজে শ্রীলংকাকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে
নিজ মাঠে চার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে।
নিজ মাঠে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয় লাভ করেছে।
নিজ মাঠে পাঁচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে।
তিন ম্যাচের হোম সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে।
শ্রীলংকা:
টেস্ট র‌্যাংকিং: ৬
অধিনায়ক: দিনেশ চান্ডিমাল
কোচ: নিক পোথাস
দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, এ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে,রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লক্ষন সান্দাকান, বিশ^ ফার্নান্দো, দাসুন শানাকা, নিরোশান ডিকবেলা, রোশেন সিলভা।
সাম্প্রতিক ফর্ম:
দুই টেস্টের এ্যাওয়ে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে
তিন ম্যাচের হোম সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে।
নিজ মাঠে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করেছে।
নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ ১-১ সমতা রেখে শেষ করেছে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।
হেড টু হেড
মোট: ৪১ টেস্ট
ভারতের জয়: ১৯
শ্রীলংকার জয়: ৭
ড্র: ১৫
ভারতের মাটিতে
মোট ম্যাচ: ১৭
ভারতের জয়: ১০
ড্র: ৭
শেষ ছয় টেস্ট:
পাল্লেকেলে, আগস্ট,২০১৭- ইনিংস ও ১৭১ রানে ভারত জয়ী
কলম্বো, জুলাই ২০১৭- ইনিংস ও ৫৩ রানে ভারত জয়ী
গল, জুলাই ২০১৭- ভারত ৩০৪ রানে জয়ী
কলম্বো, আগস্ট, ২০১৫-ভারত ১১৭ রানে জয়ী
কলম্বো, আগস্ট, ২০১৫-ভারত ২৭৮ রানে জয়ী
গল, আগস্ট,২০১৫-শ্রীলংকা ৬৩ রানে জয়ী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে