ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (গঈছ) পরীক্ষার ফরম ফিলাপের জন্য আগামী ১৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বিলম্ব ফি ২০০ টাকা দিয়ে আগামী ২১ মে পর্যন্ত জমা দেয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তবে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (গঈছ) পরীক্ষা আগামী ২ জুন অনুষ্ঠিত হবে।
আইনজীবী সনদ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকগণ প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষানবিস কাল সমাপ্ত শর্ত পূরণ থাকলে বিলম্ব ফি ব্যতিত ৩০ এপ্রিল এবং বিলম্ব ফি সহ ৭ মে’র মধ্যে পরীক্ষার ফরম জমা দেয়ার দিন ধার্য ছিলো। এখন এ সময় আরো ১৫ দিন বাড়ানো হলো। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষার ফরম ফিলাপের সর্বশেষ তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ, ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ২ জুন শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ি পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে ।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে