ডেস্ক রিপোর্ট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, আইডিয়া কাজে না লাগালে তা মূল্যহীন। আইডিয়াকে বাস্তবে রূপ দিতে পরিশ্রমের কোন বিকল্প নেই।

আজ শনিবার ফ্যাব ল্যাব কুয়েট শীর্ষক সাব-প্রজেক্টের আয়োজনে সিই বিভাগের এনাক্স ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্যাব ল্যাব বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন।তিনি বলেন, ফ্যাব ল্যাব বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য, এমনকি দেশের যে কেউ তার গবেষণার কাজ এখান থেকে করতে পারবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাব ল্যাব কুয়েট এর সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী এবং স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ মাহবুব হাসান।

সেমিনারে ইনভাইটেড টক প্রদান করেন ফ্যাব ল্যাব ঢাকার ফাউন্ডিং মেম্বার মোহাম্মদ তৌসেফ অনোয়ার এবং ইউবিআইটিআরআইএক্স ইন্সুরেন্স, ইউএসএ’র সিইও মোঃ মিফতাহ উদ্দিন।সেমিনারে শ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের আড়াই শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে