ডেস্ক রিপোর্ট : গত অক্টোবরে মৌসুমের প্রথম দেখায় লিভারপুলকে ১-১ গোলে রুখে দিয়েছিল ম্যানইউ। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শুধু এই একটি ম্যাচেই পয়েন্ট খুইয়েছে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল। জিতেছে বাকি সব ম্যাচ। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকেও হারাল জুর্গেন ক্লপের দল। রোববার অ্যানফিল্ডে রেডডেভিলদের ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে অদম্য লিভারপুল।

১৪ মিনিটে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যার অলরেডরা। আর ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। অপরাজেয় পথ চলায় প্রিমিয়ার লিগে এবার ৩০ বছরের শিরোপাখরা কাটানোর পথেই আছে লিভারপুল। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।

গত পরশু ম্যানইউকে হারানোর পরই অ্যানফিল্ডের গ্যালারিতে স্লোগান ওঠে, ‘আমরা এবার লিগ জিততে যাচ্ছি’। কিন্তু শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত সে হাওয়ায় গা ভাসাতে নারাজ লিভারপুল কোচ জুর্গেন ক্লপ, ‘তারা (সমর্থক) স্বপ্ন দেখতে পারে, গান গাইতে পারে। আমার তাতে কোনো সমস্যা নেই। আমরা ছাড়া সবাই এখন উদযাপন করতে পারে।’

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে