>>ঝুমুর বৃষ্টি<<

বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
নাইকো রোদ্দুর,
বৃষ্টির ধারা বইয়া চলে
দূর দূরন্দূর।

ভিজে যায় পাতা গাছের
ভিজে যায় মাটি,
তারই দয়ায় ফোটে
ফুল রাশি রাশি।

মাটি হয় ভরপুর
গাছ আর গাছে
তাই মানুষ আসে
বৃষ্টির কাছে।

আমরা হলাম ধন্য
গাছের কাছে,
সে গাছ পায় জীবন
বৃষ্টি হতে।

বৃষ্টির ফলে হয়
অনেক লোকসান,
রাস্তা যায় ডুবে
চলতে পারেনা যান।

মেঘলা আকাশ
ডাকে খুব জোড়ে,
তারই আওয়াজ পাওয়া যায়
গুড় গুড় ডাকে।

বৃষ্টি হলো বন্ধ
মেঘ গেল সরে,
আবার যেন বৃষ্টি আসে
ঠিক আমার কাছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে